| |
               

মূল পাতা জাতীয় ‘দুর্নীতি দূর করতে সরকারের শীর্ষমহল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে’


‘দুর্নীতি দূর করতে সরকারের শীর্ষমহল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে’


রহমত নিউজ ডেস্ক     17 May, 2023     07:19 PM    


জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দারিদ্র্য বিমোচনের অন্যান্য অন্তরায়ের মধ্যে একটি হলো দুর্নীতি। যা দূর করার জন্য সরকারের শীর্ষ মহল থেকে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে।

আজ (১৭ মে) বুধবার সকালে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার সাক্ষাৎ করতে যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে। এসময় তিনি ওলিভিয়ার ডি শ্যুটারকে এসব কথা বলেন।সাক্ষাতে দলিত, শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর অধিকার এবং বৈষম্য বিলোপ আইন বিষয়ে দুই পক্ষই আলোচনা করেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে কমিশন চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক কোভিডের কারণে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঝুঁকির ক্ষেত্রে আমাদের দেশ তালিকায় শীর্ষে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে অনেকেই দারিদ্র্য সীমার ওপরে উঠতে পারছেন না। দুর্নীতি দূর করার মাধ্যমে দেশে যেমন গণতান্ত্রিক প্রেক্ষাপট সৃষ্টি হবে তেমনি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা পক্ষান্তরে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।